সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২১, ০৬:০৬ পিএম

সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন

সম্প্রতি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ফের লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার থেকে সারাদেশে একসপ্তাহ লকডাউন থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা করতে যাচ্ছে সরকার।

করোনা সংক্রমণের পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল শুক্রবার একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায়।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

খুব শিগগিরই এবং অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। কীভাবে এই লকডাউন কার্যকর হবে তা এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ছাড়া গার্মেন্ট ও অন্যান্য শিল্প-কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে।

Link copied!