১৪ এপ্রিল থেকে বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১২, ২০২১, ০৪:৫৫ এএম

১৪ এপ্রিল থেকে বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইট

করোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউনের অংশ হিসেবে আকাশপথও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৪ এপ্রিল বুধবার থেকে ২০ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব পথে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে লকডাউনে যাত্রী চলাচলে ফ্লাইট বন্ধ থাকলেও পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো) ও বিশেষ ফ্লাইট চলাচল করবে। খুব শিগগিরই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান।

রবিবার (১১ এপ্রিল) বিকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, ১২ ও ১৩ এপ্রিলে আন্তর্জাতিক রুটগুলোতে উড়োজাহাজ চলবে। ১৪ এপ্রিল ভোর থেকে আর কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। করোনা সংক্রমণ রুখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, যাত্রী চলাচলে ফ্লাইট বন্ধ থাকলেও পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো) ও বিশেষ ফ্লাইট চলাচল করবে। এছাড়া কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে বিশেষ ফ্লাইটে যেতে পারবেন বলে জানান তিনি।

গত ৪ এপ্রিল লকডাউন নিয়ে ১১ দফা নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরের দিন থেকে শুরু হয় এক সপ্তাহের লকডাউন, যা পরবর্তীতে বাড়িয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

গত সোমবার (৫ এপ্রিল) লকডাউন শুরুর প্রথম দিন থেকে দেশের গণপরিবহন বন্ধসহ অভ্যন্তরীণ পথে সবধরনের উড়োজাহাজ চলাচলও বন্ধ রয়েছে। তবে এ কয়েকদিন বিশ্বের বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট চালু ছিলো। আগামী ১৪ এপ্রিল থেকে সরকার সর্বাত্মক লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এসময়ে আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ থাকবে।

এর আগে গত বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইটও পর্যায়ক্রমে চালু করা হয়।

Link copied!