৫ বছরের কমে ২ ডোজ, বড়দের জন্য ৩ ডোজ করোনার টিকা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২২, ১০:৩১ পিএম

৫ বছরের কমে ২ ডোজ, বড়দের জন্য ৩ ডোজ করোনার টিকা

৫ বছরের কম বয়সীদের জন্য ২ ডোজ এবং বয়স্কদের জন্য ৩ ডোজ করোনার টিকাই যথেষ্ট বলে মনে করছে আমেরিকাভিত্তিক ঔষুধ উৎপাদক প্রতিষ্ঠান ফাইজার। বড়দের জন্য তিন সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা নিতে হবে। দ্বিতীয় ডোজ নেওয়ার ২ মাস পরে ৩য় ডোজ নিতে হবে।

সম্প্রতি ফাইজার অংশীপ্রতিষ্ঠান পার্টনার বায়োটেককে নিয়ে গবেষণা করে এসব তথ্য দিয়েছে। গবেষণা করে প্রাপ্ত ফলের উপর ভিত্তি করে তারা শিশুদের জন্য ২ ডোজ করোনার টিকার অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক খাদ্য এবং ঔষুধ প্রশাসন এফডিএ-এর কাছে।

ফাইজার বলছে, করোনা ও ওমিক্রন নিয়ে তাদের গবেষণা বেশ এগিয়েছে। সাম্প্রতিক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়তে থাকায় করোনার নতুন ডোজের অনুমোদন নিয়ে তাগাদা দিচ্ছে সংস্থাটি। করোনা ভাইরানের কারণে বিশ্বব্যাপী চলমান উৎকণ্ঠা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রন্ত হওয়ার সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় ১৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে এফডিএ। 

Link copied!