‘লকডাউনে স্বাস্থ্যবিধি মানা শর্তে শিল্প-কারখানা খোলা থাকবে’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২১, ০১:০২ পিএম

‘লকডাউনে স্বাস্থ্যবিধি মানা শর্তে শিল্প-কারখানা খোলা থাকবে’

দেশে করোনার সংক্রমণ বাড়ায় সরকারঘোষিত সাতদিনের লকডাউনে শিফটিং ডিউটি ও স্বাস্থ্যবিধি মানার শর্তে শিল্প-কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার(৩ এপ্রিল) সকালে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দ্রুত করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জনগণের স্বার্থে দুই একদিনের মধ্যে সাতদিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে লকডাউনের সময় কল-কারখানা খোলা থাকবে। শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বিভিন্ন শিফটিংয়ের শর্তে এই কারখানাগুলো খোলা থাকবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

কীভাবে এই লকডাউন কার্যকর হবে তা এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এবং গার্মেন্টস ও অন্যান্য শিল্প-কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে।

Link copied!