‘দেশের সবাই ভ্যাকসিন পাবেন’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৯:৫৪ পিএম

‘দেশের সবাই ভ্যাকসিন পাবেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সকলেই করোনাভাইরাসের ভ্যাকসিন পাবেন। তবে ভ্যাকসিন নেওয়ার পরও সকলেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, “ভ্যাকসিন নেওয়ার পরও আপনারা সবাই স্বাস্থ্য সুরক্ষাটা দয়া করে মেনে চলবেন। ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন, সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি।”

করোনাভাইরোসের আঘাতে বাংলাদেশ থমকে দাড়ালেও থেমে যায়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। করোনাভাইরাসে যদিও আমরা একটু থমকে দাঁড়িয়েছি।

তিনি বলেন, করোনার সময় আমার যেটা নির্দেশ ছিল, যে যেভাবে পারেন, খাদ্য উৎপাদন করেন। খাদ্যের যেন অভাব না হয় দেশে বরং অন্য দেশকে আমরা খাদ্য সহায়তা দিতে পারি। সেইভাবেই আমাদের উৎপাদন অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০২০ সালে মুজিববর্ষ পালন করা শুরু করেছি। ২০২১’ আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। কাজেই আমরা আগামী ডিসেম্বর মাস পর্যন্ত মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবো। করোনাভাইরাসের সময় আমাদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই এটা আমরা করবো।

অনুষ্ঠানের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রান্তে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এছাড়া বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি সচিব মেসবাহুল ইসলাম ও বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

 

Link copied!