কাতার বিশ্বকাপ: বিক্রি হল সাড়ে ২৪ লাখ টিকিট, এখনো বিক্রির বাকি ৫ লাখ

ক্রীড়া প্রতিবেদক

আগস্ট ২০, ২০২২, ০৭:২৮ পিএম

কাতার বিশ্বকাপ: বিক্রি হল সাড়ে ২৪ লাখ টিকিট, এখনো বিক্রির বাকি ৫ লাখ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ৫ জুলাই থেকে ১৬ আগস্টের মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫৩২টি টিকিট বিক্রি হয়ে গেছে। ওই টিকিটগুলোর বেশিরভাগ ক্রয় করেছে কাতার, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির দর্শকরা। সব মিলিয়ে সাড়ে ২৪ লাখ টিকিট বিক্রি শেষ। এখনো অবিক্রিত টিকিট রয়েছে প্রায় ৫ লাখ। ধাপে ধাপে টিকিটগুলো বিক্রি হচ্ছে। 

আর ঠিক তিন মাস। এরপরেই বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে থাকবে পুরো ফুটবল বিশ্ব। প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকদের চোখ থাকবে হয় টিভি পর্দায়, না-হয় পূর্ণ থাকবে কাতারের ফুটবল ভেন্যুগুলো। মধ্যপ্রাচ্যের দেশটি প্রথমবার বিশ্বকাপের আয়োজক হলেও ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই। তা বোঝা যায় টিকিট বিক্রির পরিসংখ্যান দেখেই।

কাতার বিশ্বকাপের জন্য ৩০ লাখ টিকিট বরাদ্দ রেখেছে ফিফা। দ্বিতীয় দফা শেষে বিক্রি হয়েছে সাড়ে ২৪ লাখ টিকিট। সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হবে শেষ ধাপের টিকিট বিক্রি। যা চলবে বিশ্বকাপ শেষ হওয়ার আগপর্যন্ত। এবারও ‘আগে আসলে, আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি হবে টিকিট। অনলাইন ছাড়াও যা পাওয়া যাবে কাতারের রাজধানী দোহার কাউন্টারগুলোতে।

সবশেষ ধাপে টিকিট কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে স্বাগতিক কাতার, আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, মেক্সিকো, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির বাসিন্দারা। যেখানে মোট ৫ লাখ ২০ হাজার টিকিট বিক্রি করেছে ফিফা। দর্শকদের চাহিদার তালিকায় প্রাধান্য পেয়েছে ক্যামেরুন-ব্রাজিল, ব্রাজিল-সার্বিয়া, পর্তুগাল-উরুগুয়ে, কোস্টারিকা-জার্মানি, অস্ট্রেলিয়া-ডেনমার্ক ম্যাচগুলো। আগামী ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

যেভাবে ২০২২ বিশ্বকাপের টিকিট কিনবেন

বিশ্ব ফুটবলের এ আসরের টিকিট ফিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে। এজন্য ফিফার টিকিট পোর্টালে অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করতে হবে খেলাটির ভক্তদের।

প্রাথমিক পর্যায়ে কাতার বিশ্বকাপের টিকিটের অধিকাংশই কিনেছেন স্বাগতিক দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও সংযুক্ত আরব আমিরাতের দর্শকরা।

এ আসরে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হয়ে তা ২৯ এপ্রিল পর্যন্ত চলে। আর তৃতীয় স্তরের টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে চলতি বছরের শেষদিকে। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে। 

২০২২ বিশ্বকাপের টিকিটের মূল্য

মোট চার শ্রেণিতে টিকিটের মূল্য নির্ধারণ করেছে ফিফা।  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির টিকিট অনলাইনে বিশ্বের যেকোনও  দেশের লোকজন কিনতে পারবেন।  তবে চতুর্থ শ্রেণির টিকিট কেবল কাতার নাগরিকদের জন্য নির্ধারণ করা হয়েছে। 

টিকিটের মূল্য: 

উদ্বোধনী ম্যাচ: ৪৭০ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) -৩৩৪ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) - ৩০০ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) - ৪১ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ শ্রেণি) - ৪১ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

গ্রুপ পর্ব (২-৪৮ ম্যাচ পর্যন্ত) - ১৬৭ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) - ১২৫ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) - ৫২ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) - ৮ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ  শ্রেণি) - ৮ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

রাউন্ড অব ১৬ (৪৯-৫৬ ম্যাচ) - ২০৯ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) - ১৫৬ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) - ৭৩ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) - ১৪ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ  শ্রেণি) - ১৪ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

কোয়ার্টার ফাইনাল (৫৭-৬০ ম্যাচ) - ৩২৪ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) - ২১৯ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) - ১৫৬ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) - ৬২ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ  শ্রেণি) - ৬২ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

সেমিফাইনাল (৬১-৬২ ম্যাচ) - ৫১৮ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) - ৫০১ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) - ২৭১ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) - ১০৪ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ  শ্রেণি) - ১০৪ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

তৃতীয় স্থান নির্ধারণী (৬৩ ম্যাচ) - ৩২৪ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) - ২২৯ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) - ১৫৬ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) - ৬২ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ শ্রেণি) - ৬২ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

ফাইনাল - (৬৪ ম্যাচ) - ১,২২৩ ব্রিটিশ পাউন্ড (প্রথম শ্রেণি) - ৭৬৩ ব্রিটিশ পাউন্ড (দ্বিতীয় শ্রেণি) - ৪৬০ ব্রিটিশ পাউন্ড (তৃতীয় শ্রেণি) - ১৫৬ ব্রিটিশ পাউন্ড (চতুর্থ  শ্রেণি) - ১৫৬ ব্রিটিশ পাউন্ড (প্রবেশাধিকার)।

সূত্র: ফিফা ডট কম

Link copied!