জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ১২:৩৩ এএম

জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২১ হাজার কোটি টাকা

দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বা প্রবাসী আয়ের পরিমাণ বাড়ছে। চলতি বছরের জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ২০ হাজার ৯৫৯ কোটি টাকা (১ ডলার=১০৭টাকা হিসেবে)। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, প্রবাসীদের পাঠানো ১৯৫ কো‌টি ৮৮ লাখ মার্কিন ডলারের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি ১৬৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মধ্যে সবচেয়ে বেশি ৩৫ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার এসেছে বেসরকারি  ইসলামী ব্যাংকের মাধ্যমে।

এছাড়া, বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ১০ লাখ ডলার, আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৭১ লাখ ডলার, পূবালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৮৯ লাখ ডলার এসেছে। অন্যদিকে, সরকারি  অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার।

প্রসঙ্গত, ২০২২ সালের শেষ মাস ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার। এই অর্থ গত মাসের চেয়ে জানুয়ারিতে ২৫ কোটি ৯১ লাখ ডলার বেশি। গত বছর সব মিলে প্রবাসীরা দুই হাজার ১২৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এরমধ্যে জুলাই মাসে সবচেয়ে বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। ওই মাসে প্রবাসে থাকা রেমিটেন্স যোদ্ধারা ২০৯ দশমিক ৬৩ বিলিয়ন ডলার বাংলাদেশে পাঠান।

Link copied!