ত্রিশ বছর পর কাশ্মীরে খুলছে সিনেমা হল

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২২, ০৩:৪৭ এএম

ত্রিশ বছর পর কাশ্মীরে খুলছে সিনেমা হল

পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় প্রায় তিন দশক পর ফের ভারতের কাশ্মীরে খুলছে সিনেমা হল। দুঃসময় ভুলে আবারও বিনোদন জগতের স্বাদ পেতে চলেছে কাশ্মীরিরা।

সেই ১৯৮০ র দশকে জম্মু ও কাশ্মীর জুড়ে প্রেক্ষাগৃহ বন্দ হয়ে গেলে বিনোদন জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন উপত‍্যকাবাসী। ভারতের এই রাজ্যে ছবির শুটিং হলেও প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার সুযোগ পেতেন না স্থানীয়রা। অবশেষে ফের মিলতে চলেছে সেই সুযোগ।

রবিবার কাশ্মীরের পুলওয়ামা এবং সোপিয়ানে দুটি মাল্টিপ্লেক্সের উদ্বোধনের পর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা টুইটে লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের জন্য একটি ঐতিহাসিক দিন। পুলওয়ামা এবং সোপিয়ানে দুটি সিনেমা হল উদ্বোধন করা হল।’

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে হল খুলে দেওয়া হচ্ছে কাশ্মীরবাসীর জন‍্য। আমির খান করিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ দেখানো হবে প্রথম ছবি হিসাবে। এমনটাই জানা যাচ্ছে।

বাংলাহান্টসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নব্বইয়ের দশক থেকেই সিনেমাহলগুলি বন্ধ হতে শুরু করেছিল। তারপর থেকে আর কোনো সিনেমা হলই এই ৩০ বছর ধরে খোলেনি কাশ্মীরবাসীর জন‍্য। আর যখন খুলল তখন একেবারে মাল্টিপ্লেক্স।

পুলওয়ামা ও সোপিয়ানে দুটি হল খুলেছে। হলে তিনটি অডিটোরিয়াম এবং ৫০০ জন দর্শকের বসার ব‍্যবস্থা রয়েছে। জম্মু ও কাশ্মীরের কাছে এটা একটা ঐতিহাসিক দিন বলে গণ‍্য হচ্ছে। মাল্টিপ্লেক্সগুলিতে থাকছে ফুড কোর্টও। কাশ্মীরি ঐতিহ‍্য মেনেই সেগুলো তৈরি হয়েছে বলে জানানো হয়েছে প্রোজেক্ট নির্মাতাদের তরফে। পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলিতে স্থানীয় বাসিন্দাদের কর্মী হিসাবে নিয়োগের কথাও ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে।

কাশ্মীরে সিনেমা হল চালুর পর ভারত সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী দিনে ডোডা, রাজৌরি, পুঞ্চ, কিশতওয়ার, অনন্তনাগ, রাজৌরি, শ্রীনগরের মতো এলাকাতেও মাল্টিপ্লেক্স চালু হবে।

Link copied!