নিউইয়র্ক পোস্ট লিখল: পড়ে গিয়ে মলত্যাগ করে ফেলেছেন প্রেসিডেন্ট পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২২, ০৮:২৬ পিএম

নিউইয়র্ক পোস্ট লিখল: পড়ে গিয়ে মলত্যাগ করে ফেলেছেন প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সরকারি বাসভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন। এসময় তিনি ‘অনিচ্ছাকৃতভাবে মলত্যাগ করে দিয়েছিলেন’। জানা গেছে, এ ঘটনা ঘটেছে চলতি সপ্তাহে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টেলিগ্রাম চ্যানেল সূত্র বলছে, ৭০ বছর বয়সী পুতিন সিঁড়ি থেকে পাঁচ ধাপ নিচে পড়ে যান। তাঁর পাকস্থলী ও অন্ত্র ক্যানসারে আক্রান্ত হওয়ায় পড়ে গিয়ে পাওয়া আঘাতে তিনি মলত্যাগ করে ফেলেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের খবর বলছে, গত মাসে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের সঙ্গে বৈঠক চলাকালে পুতিনের হাত কাঁপছিল ও ফ্যাকাশে দেখাচ্ছিল।

যুক্তরাজ্যভিত্তিক ওই সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, রাশিয়ার নেতাকে ওই বৈঠক চলাকালে অস্বস্তিকরভাবে পা নাড়াতে দেখা গেছে।

সাবেক এক ব্রিটিশ গুপ্তচর বলেছেন, ৭০ বছর বয়সী রাশিয়ার প্রেসিডেন্ট ‘গুরুতর অসুস্থ।’ ইউক্রেনে যা ঘটছে, তাতে পুতিনের অসুস্থতা প্রভাব ফেলছে।

Link copied!