পার্লামেন্টে পর্ন দেখার দায়ে ব্রিটিশ এমপির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

মে ১, ২০২২, ০৪:৪৫ এএম

পার্লামেন্টে পর্ন দেখার দায়ে ব্রিটিশ এমপির পদত্যাগ

যুক্তরাজ্যের পার্লামেন্ট কক্ষে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে নিল প্যারিশ নাম শাসকদল কনজারভেটিভ পার্টির এক সংসদ সদস্য পদত্যাগ করছেন।

এর আগে, গত শুক্রবার কনজারভেটিভ পার্টি প্যারিশকে সাময়িকভাবে বরখাস্ত করে। পার্লামেন্টে খোলামেলা যৌনদৃশ্য দেখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ইংল্যান্ডের ডেভন এলাকার সংসদ সদস্য নিল প্যারিশ বলছেন, সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্রাক্টরের ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ন ভিডিও দেখে ফেলেন। তিনি স্বীকার করে বলেন, পরে তিনি ইচ্ছে করেই সেগুলো আবার দেখেন।

বিবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে প্যারিশ বলেন, “সেটা ছিল এক সাময়িক উন্মাদনা “ এই ঘটনা নিয়ে যে তদন্ত চলায় তদন্তের স্বার্থে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এমপি'র পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

বাষট্টি-বছর বয়স্ক এই সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ন দেখছিলেন তখন তার পাশে বসা দু'জন নারী সহকর্মী ব্যাপারটা দেখে ফেলেন। তারা এনিয়ে অভিযোগ করার পর তুমুল হৈচৈ শুরু হয়।

প্যারিশ বিবিসিকে বলেন, "আমার সবচেয়ে বড় অপরাধ ছিল (পর্নসাইটে) দ্বিতীয়বার যাওয়া। সেটা ছিল চরম ভুল এক কাজ। সারা জীবন আমাকে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে।”

তিনি বলেন, "আমি ভুল করেছি। আমি বোকামি করেছি, আমি বোধ-শূন্য হয়েছিলাম।" গত বুধবার তার এই কর্মকাণ্ডের কথা প্রকাশ পায়। 

Link copied!