ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৪, ০৩:২৯ এএম

ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা

ফাইল ছবি

গতকাল সোমবার ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ৩৫টি রকেট দিয়ে হামলা চালায় তারা। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। 

লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী ঘোষণা দিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের হত্যা ও ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা চলবে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগ নারী ও শিশু।

এর আগে ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। সেই হামলা চালানো হয় সম্প্রতি।

Link copied!