বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়নে সহযোগিতা করবে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক

মে ২০, ২০২২, ০১:২৭ এএম

বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়নে সহযোগিতা করবে সিঙ্গাপুর

বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়ন ও এ খাতে ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করবে সিঙ্গাপুর। আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে এক আলোচনা শেষে এ আশ্বাস দিয়েছে দেশটি। আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সিঙ্গাপুর ট্রেড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। 

জুনাইদ আহমেদের চার দিনের ‘অ্যাপাক ডিজিটাল ইনোভেশন সম্মেলন-২০২২’ এ অংশ নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সভায় ই-কমার্স খাতে পারস্পরিক লেনদেন, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, ব্যবসায়িক তথ্যের নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম, ক্রসবর্ডার পেমেন্ট সিস্টেম ও ডেটার সর্বোচ্চ নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়। আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স খাতের অগ্রগতি সিঙ্গাপুরের প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন। এ সময় বাংলাদেশের ই-কমার্স খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উইমেন অ্যান্ড ই-কমার্স গ্লোবাল অ্যাডভাইজার সৌম্য বসু, সভাপতি নাসিমা আক্তার নিশা, পরিচালক শেখ লিমাসহ আরও অনেকে। এ ছাড়া সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পরিচালক ম্যাগডালিন লো, সহকারী পরিচালক ভেরোনিক ব্যান, বিশ্লেষক ইউ জিন ই, সিঙ্গাপুর কাস্টমসের নেটওয়ার্ক ট্রেড প্ল্যাটফর্ম (এনটিপি) অফিসের সিনিয়র অফিসার আমালিনা বিনতে কোমারিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!