বাজেট অধিবেশনে সংক্ষিপ্ত অংশগ্রহন

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২১, ১০:২০ পিএম

বাজেট অধিবেশনে সংক্ষিপ্ত অংশগ্রহন

ঘোষিত হলো ২০২১-২২ অর্থবছরের ৫০ তম বাজেট। যা এ সরকারের জন্য টানা ১৩ তম বাজেট অধিবেশন। আর বর্তমান অর্থমন্ত্রীর জন্য এটি তৃতীয় বাজেট। এবারের বাজেটে বয়স্কদের তুলনায় তরুন এমপি-মন্ত্রীদের অংশগ্রহনই বেশি দেখা গেছে। রোস্টার অনুযায়ী ৬০-৮০ জন এমপি-মন্ত্রী এ অধিবেশনে অংশগ্রহন করেছে।

তিনদিন পর পর করোনা টেস্ট হয়

এবারের বাজেট অধিবেশনে অংশগ্রহনের জন্য উপস্থিত সকল এমপি-মন্ত্রীদের তিনদিন পরপর করোনা টেস্ট করানো হয়েছে। দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত সকল এমপি-মন্ত্রী টেস্টের ফল দেখিয়ে সংসদে প্রবেশ করতে হয়েছে।

এই বারের বাজেট অধিবেশনে মন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ প্রমুখ ।

গতবছর প্রথম বারের মতো সংসদে উপস্থিত ছিলো ৭৮ জন। বাকিরা সবাই অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছিলেন। এবার করোনার পরিস্থিতি আরো খারাপ হওয়ার কারনে খুবই সর্তকতার সাথে এমপি-মন্ত্রীদের বাজেট অধিবেশনে অংশগ্রহণ করানো হয়েছে।

ঘোষিত বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। অনুদানসহ ঘাটতির পরিমাণ ৬ দশমিক ১ শতাংশ। টাকার অঙ্কে যা প্রায় ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা।

Link copied!