বাজেটে কমেছে শিক্ষাখাতে বরাদ্দের হার

তৌফিক হোসাইন মবিন

জুন ৩, ২০২১, ০৯:৪৩ পিএম

বাজেটে কমেছে শিক্ষাখাতে বরাদ্দের হার

ঘোষিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের হার কমেছে। গত ২০২০-২১ অর্থবছরে শিক্ষাখাতে মোট বাজেটের ১২.২৯ শতাংশ বরাদ্দ থাকলেও ঘোষিত ২০২১-২২ অর্থবছরে বাজেটে বরাদ্দের পরিমান ১১.৯১ শতাংশ। 

মোট বরাদ্দের পরিমান বৃদ্ধি

এ অর্থবছরে শিক্ষাখাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৭১,৯৫৩ কোটি টাকা, যা মোট ঘোষিত বাজেটের ১১.৯১ শতাংশ।

অন্যদিকে, ২০২০-২১  অর্থবছরে পাশকৃত সংশোধিত বাজেটে শিক্ষাখাতে মোট বরাদ্দ ছিলো ৬৬,২০৭ কোটি টাকা, যা ছিলো মোট বাজেটের ১২.২৯ শতাংশ। অর্থাৎ, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় বরাদ্দের হার ০.৩৮ শতাংশ কমানো হয়েছে।

কোন খাতে বরাদ্দ কত

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য রাখা হয়েছে ২৬,৩১৪ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ ৩৬,৪৮৬ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯১৫৩ কোটি টাকা।

Link copied!