ভারতে বহুতল ভবনে আগুন লেগে ৩ শিশুসহ ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৩:১৬ পিএম

ভারতে বহুতল ভবনে আগুন লেগে ৩ শিশুসহ ১৪ জনের মৃত্যু

ভারতের ঝাড়খণ্ড জেলার ধানবাদে একটি আবাসিক বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ধানবাদের ব্যাংক মোড় থানা এলাকার আশীর্বাদ টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ১৬০ কিলোমিটার দূরে জোড়াফটক এলাকায় অবস্থিত ওই আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগে ছড়িয়ে পড়ে সাত তলা পর্যন্ত।  

ধানবাদের এসএসপি সঞ্জীব কপমার জানিয়েছেন, আগুন লেগে ১০ নারী ও ৩ শিশুর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ১২ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আবাসনটির ১০০ ফ্ল্যাটে কমপক্ষে ৪০০ জন বাসিন্দা ছিলেন। বিয়ে উপলক্ষে ওই আবাসনে বহু অতিথি এসেছিলেন বলে জানা গেছে।

সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণে ওই ভবনে অনেকেই আটকে পড়ে যাওয়ায় আগুন ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 

Link copied!