এক লিংকে একসঙ্গে অনেকের লাইভ দেখা যাবে ইউটিউবে!

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৯, ২০২২, ০৯:৫৯ এএম

এক লিংকে একসঙ্গে অনেকের লাইভ দেখা যাবে ইউটিউবে!

একাধিক ক্রিয়েটরকে একসঙ্গে তাদের চ্যানেল থেকে লাইভে আসার সুযোগ করে দিতে ইউটিউব নিয়ে আসছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার। 

ইউটিউব জানিয়েছে, এই ক্রিয়েটররা প্রাথমিকভাবে এই সুবিধাটি মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। ক্রিয়েটররা একে অন্যের সঙ্গে কানেক্টেড হয়ে তাদের চ্যানেল থেকে একসঙ্গে লাইভে আসার সুযোগ পাবেন। 

ডেস্কটপ ইউজার ভিডিও ক্রিয়েটরদের অপেক্ষা আরও কিছুদিন দীর্ঘ হবে বলে জানিয়েছে ইউটিউব।

এই ফিচারের সুবিধা সম্পর্কে ইউটিউব বলছে, একজন কনটেন্ট ক্রিয়েটর নিজ চ্যানেল থেকে অতিথি ক্রিয়েটরকে নিয়ে লাইভ করতে পারবেন। অর্থাৎ দুজনে নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করে একসঙ্গে স্ট্রিমিংয়ে যেতে পারবেন। 

ইউটিউবের লাইভ স্ট্রিমগুলোতে এখন শুধু একজন ক্রিয়েটর নিজ চ্যানেল থেকে একা আসতে পারেন। অন্যকোনো ক্রিয়েটর চ্যানেলকে সংযুক্ত করার সুযোগ ছিল না। ‘গো টু লাইভ টুগেদার’ ফিচারের মাধ্যমে একাধিক ক্রিয়েটর এক সঙ্গে লাইভে আসতে পারবেন।

আরও পড়ুন: টেলিগ্রামে এলো দারুণ কিছু ফিচার!

ফিচারটিতে ‘ইনভাইট অ্যা কো স্ট্রিমার’ অপশনের মাধ্যমে ভিজিটরদের আমন্ত্রণ জানাতে হবে। ক্রিয়েটররা টাইটেল, ডেসক্রিপশন, মনিটাইজেশন অপশন, থাম্বনেইল নির্বাচন করার সুবিধা পাবেন। 

বাণিজ্যিক কাজের প্রয়োজনেও এই সুবিধাটি ক্রিয়েটররা ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে ইউটিউব।

Link copied!