এবার ইউটিউবের শর্টস বানিয়েও পাবেন অর্থ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৩, ০২:০২ পিএম

এবার ইউটিউবের শর্টস বানিয়েও পাবেন অর্থ

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও বানিয়ে আয়ের সুযোগ অনেক বছর ধরেই। তবে ছোট ভিডিও ফিচার শর্টস বেশ জনপ্রিয় হলেও এতে আয়ের সুযোগ ছিল না। এবার সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিওর এই মাধ্যমটিতেও আয়ের সুযোগ করে দিলো ইউটিউব। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শর্টস ভিডিও থেকেও আয় করতে পারবেন ইউটিউবাররা।

শর্টস ভিডিও নির্মাতারা পৃথক মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে ইউটিউবের সাধারণ ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও তৈরি করে আয় করতে পারবেন। তাদের বানানো শর্টসগুলোতে দেখানো বিজ্ঞাপন থেকে আসবে অর্থ।

ইউটিউব জানিয়েছে, ফেব্রুয়ারির শুরুর দিক থেকে শর্টসের জন্য মনিটাইজেশন চালু করা হবে। নির্মাতারা যেদিন থেকে এ সুবিধার যোগ্য হবেন, সেদিন থেকেই শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপনের নির্দিষ্ট অংশ আয় করতে পারবেন। অবশ্য আগেই ইউটিউব জানিয়েছিল শর্টস বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ পাবেন ভিডিওর নির্মাতারা। তবে এ জন্য অবশ্যই ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে শর্টস ভিডিও নির্মাতাদের। 

৬০ সেকেন্ডের এই ভিডিও বানানোর ফিচারটি বেশ জনপ্রিয় হলেও এতে মনিটাইজেশন প্রোগ্রাম চালু না থাকায় এতদিন আয় করার সুযোগ ছিল না। এবার মূল ভিডিওর আদলে শর্টসেও বিজ্ঞাপন প্রদর্শন করে নির্মাতাদের আয়ের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউটিউব।

তবে এই আয়ের সুযোগ পেতে হলে অর্থাৎ মনিটাইজেশনের যোগ্য হতে হলে অবশ্যই চ্যানেলে কমপক্ষে এক হাজার গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকতে হবে। এক বছরের মধ্যে চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখার সময় কমপক্ষে চার হাজার ঘণ্টা হতে হবে। শর্তগুলো পূরণ করতে পারলে মনিটাইজেশন পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে অর্থ উপার্জন করতে পারবেন ইউটিউবাররা।

অর্থ উপার্জনের নতুন এই সুযোগ ইউটিউব শর্টস ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়িয়ে দিবে আশা করছে ইউটিউব।

Link copied!