টাকা লাগবে না, টুইটারে ফিরলো ব্লু টিক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৩, ০৫:৩৬ পিএম

টাকা লাগবে না, টুইটারে ফিরলো ব্লু টিক

গত বছর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুউটার কিনে নেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। এরপর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে খবরে শিরোনাম হয়েছেন তিনি। এসবের মধ্যে অন্যতম ছিল টাকা দিয়ে ব্যাবহারকারীদের ব্লু টিক সেবা প্রদান করা। টুইটারের আগের নিয়ম অনুযায়ী, ব্লু টিকের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হতো না। কিন্তু ইলন মাস্ক প্ল্যাটফর্মটির দায়িত্ব নেয়ার পর নিয়ম বদলে দেন। সিদ্ধান্ত হয়, যারা নামের পাশে ব্লু টিক রাখতে চান, তাদের অর্থ পরিশোধ করতে হবে। টাকা না দিলে মুছে দেয়া হবে ব্লু টিক।

সাধারণত ভেরিফায়েড বা সত্যিকারের অ্যাকাউন্টে এই বিশেষ চিহ্নটি দেখা যেত। বিশেষ করে বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ টুইটার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করতে ব্লু টিকের ব্যবস্থাটি চালু করেছিল টুইটার।

টুইটারের মালিক ব্লু টিকের জন্য প্রত্যেকের জন্য মাসিক খরচ নির্ধারণ করেছিলেন ৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮শ’ টাকা। তখন বলা হয়েছিল এই টাকা না দিলে গায়েব হয়ে যাবে ব্লু টিক। শুরুতে ২০ ডলারের ভাবনা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন ইলন মাস্ক। সম্প্রতি এক বিবৃতি দিয়ে অনেক তারকার ব্লু টিক সরিয়ে দেয় টুইটার।

গত বৃহস্পতিবার থেকেই ফুটবলের বড় তারকা নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড থেকে শুরু করে সাকিব আল হাসান, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, সানিয়া মির্জা, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ—কারও টুইটার অ্যাকাউন্টের পাশেই দেখা যায়নি ব্লু টিক।

বলিউড তারকা শাহরুখ খান, আলিয়া ভাট, অমিতাভ বচ্চনসহ সবাই ব্লু টিক মার্ক হারিয়েছেন। ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ অনেকেই টুইটারের ব্লু টিক হারিয়েছেন।

তবে ২৪ এপ্রিল থেকে দেখা যাচ্ছে ব্লু টিক। তারকাদের অনেককেই নীল টিক আবার ফেরত দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ক্রিস্টিয়ানো রোনালদো-সাকিব আল হাসানদের টুইটার আইডিতে দেখা যাচ্ছে ব্লু টিক। তবে সেটা কি অর্থের বিনিময়ে ফেরত দেওয়া হচ্ছে নাকি অন্য কোনো কারণ তা জানা যায়নি।

বড় বড় তারকা, খেলোয়ার, সেলিব্রেটিসহ অনেকেই যাদের ব্লু টিক হারিয়ে গিয়েছিল তারা টুইটারেই টুইট করে তাদের হতাশা প্রকাশ করেন এবং অনেকেই এই নতুন নিয়ম নিয়ে উপহাস করেন। অনেক সেলিব্রিটি এবং ব্যবহারকারীরা লোভনীয় ব্লু টিকের জন্য প্রতি মাসে আট ডলার দিতে অস্বীকার করার পর টুইটার অ্যাকাউন্টগুলি প্লাটফর্মে ভেসে উঠতে শুরু করে।

এরই পরিপ্রেক্ষিতে ইলন মাস্ক হাই-প্রোফাইল অ্যাকাউন্টগুলিতে যাচাইকরণ ব্যাজগুলি সরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। কারণ তিনি চান না সেলিব্রিটিরা তাদের ব্লু টিক হারান।

আশার কথা,  নতুন করে আবারও কিছু কিছু তারকারা ফিরে পেয়েছেন নিজেদের ব্লু টিক মার্ক। এতে করে তারকাদের আইডি খুঁজে পাওয়া সহজ হচ্ছে অনুসারীদের।

Link copied!