টুইটার থেকে আমার কি পদত্যাগ করা উচিত?: মাস্কের প্রশ্ন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ০৭:৫০ পিএম

টুইটার থেকে আমার কি পদত্যাগ করা উচিত?: মাস্কের প্রশ্ন

টুইটার কেনার পর থেকেই একের পর এক বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে উঠে আসছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এবার নিজের কাজের অবস্থা বুঝার জন্য শুরু করেছেন একটি জনমত জরিপ। টুইটার ব্যবহারকারীদের সামনে একটি জরিপে প্রশ্ন রেখেছেন, ‘আমার কি টুইটারপ্রধান হিসেবে পদত্যাগ করা উচিত?’ 

সোমবার (১৯ ডিসেম্বর) জনমত জরিপটি শুরু করেন মাস্ক। তিনি বলেন, এ জনমত জরিপে যে ফলাফল আসবে আমি তাই মেনে নেব।

টুইটটি করার দুই ঘণ্টার মধ্যে জরিপে ভোট দিয়েছেন এক কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৫৭৮ জন। এর মধ্যে ৫৭ দশমিক ৩ শতাংশ ব্যবহারকারী মনে করেন ইলন মাস্কের টুইটারপ্রধানের দায়িত্ব ত্যাগ করা উচিত। আর বাকি ৪২ দশমিক ৭ শতাংশ ব্যবহারকারী ইলন মাস্কের পক্ষে ভোট দিয়েছেন।

জরিপে ভোট দেয়া নিয়ে সতর্ক করেও টুইট করেছেন মাস্ক। পরবর্তী এক টুইটে তিনি লিখেছেন, ‘কথায় আছে, যা চাও তা পাওয়ার ফল ভালো হবে কি না, তা নিয়ে সতর্ক হও।’

এছাড়া অন্য একটি টুইটে ইলন মাস্ক লিখেছেন, সামনে নীতিমালার বড় পরিবর্তন নিয়ে একটি ভোটাভুটি হবে। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এমনটা আর হবে না। 

এর আগে, রোববার টুইটার সাপোর্ট দলের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা স্বীকার করছি, আমাদের অনেক ব্যবহারকারী অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় আছেন। এখন থেকে আমরা আর টুইটারে বিনামূল্যে নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রচার চালাব না।’ 

বৃহস্পতিবার এক টুইটে মাস্ক বলেন, ‘দিনভর আমার সমালোচনা ঠিক আছে, কিন্তু আমার চলাফেরার রিয়েল টাইম তথ্য প্রকাশ করে আমার পরিবারকে বিপদের মুখে ঠেলে দেওয়াকে আমি মানতে পারি না।’

Link copied!