টুইটারের আয় কমেছে ৪০ শতাংশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৩, ০৯:২৭ এএম

টুইটারের আয় কমেছে ৪০ শতাংশ

ইলন মাস্ক কেনার পর থেকে টুইটারে একের পর এক অঘটন ঘটেই চলেছে। আর ইলন মাস্কের জীবনেও। শীর্ষ ধনীর তালিকা থেকে জায়গা হয়েছে ‘লুজার’ তালিকায়। অর্ধেক অর্থ হারিয়েছেন। তাঁর অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও পড়েছে প্রভাব। এবার দেখা গেল এক বছরে টুইটারের আয়ও কমেছে প্রায় ৪০ শতাংশ! এছাড়া এখনো ইলন মাস্ক যেসব ঋণ নিয়েছিলেন সেগুলোও পরিশোধ করা হয়নি।

সম্প্রতি টুইটারের সিঙ্গাপুরে অবস্থিত সদর দপ্তর বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেন ইলন মাস্ক। তখনই প্রশ্ন উঠেছিল, এশিয়ায় টুইটারের সদর দপ্তর কি বন্ধ হওয়ার মুখে? যদিও সে বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

অফিস ছাড়ার নোটিশ কর্মীদের চিন্তায় ফেলে দেয়। ইলন মাস্কের মালিকানা পাওয়া, একের পর এক পরিবর্তন আনা এসবের প্রভাবে টুইটারের ভবিষ্যৎ কি আরও অন্ধকার হয়ে আসছে? কর্মীদের এই কল্পনা-জল্পনা সত্যিই হলো বলা চলে।মাইক্রোব্লগিং সাইটটি আয় কমার খবরটি নিয়ে রয়টার্সের সংবাদই দিলো সত্যতা।

Link copied!