পদত্যাগ করলেন ফেসবুকের ভারতীয় প্রধান অজিত মোহন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২২, ১০:০৭ পিএম

পদত্যাগ করলেন ফেসবুকের ভারতীয় প্রধান অজিত মোহন

অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তথা মেটার ভারতের ব্যবস্থাপনা পরিচালক অজিত মোহন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) মেটার পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, অন্য সংস্থায় সুযোগ পেয়ে অজিত মোহন মেটা থেকে পদত্যাগ করেছেন।

এখন মেটার ভারতীয় ডিরেক্টর এবং পার্টনারশিপের প্রধান মনীশ চোপড়া অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত,২০১৯ সালের জানুয়ারিতে ভারতে ফেসবুকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগ দেন অজিত মোহন। এর আগে, তিনি চার বছর হটস্টারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেটা থেকে পদত্যাগ করার পর তিনি ‘স্ন্যাপ’-এ যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

Link copied!