ফ্রান্স থেকে ৪২টি যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৬:৫০ পিএম

ফ্রান্স থেকে ৪২টি যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া

ফ্রান্স থেকে ৪২টি রেফেয়েল যুদ্ধ বিমান কিনতে চুক্তি করেছে ইন্দোনেশিয়া। ৮ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের এ চুক্তির আওতায় ইন্দোনেশিয়া ফ্রান্স থেকে এ ফাইটার জেট কিনছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি।

চুক্তির আগে দুদেশের প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করেন। বৈঠক শেষে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রাবোউ সুবিআনোটোও বিমান কেনার এ পরিকল্পনার কথা জানান। এশিয়া অঞ্চলে ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্রের বাজার জার্কাতা বেশ কয়েকটি চুক্তির আওতায় প্যারিস থেকে সাবমেরিন ও রসদও কিনবে।

গত বছর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অ্যাকুস নামে নতুন কৌশলগত জোট গঠন করে। এরপর থেকে প্যারিসও এশিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করছে। 

ডুসাল রেফেয়েল নামের এ যুদ্ধ বিমানটিকে দমকা হাওয়া বা আগুনের চিৎকার ইত্যাদি নানা নামে ডাকা হয়। ২টি ইঞ্জিনবিশিষ্ট রেফেয়েলকে ডিজাইন ও নির্মাণ করেছে ফ্রান্সের বিখ্যাত বিমান প্রস্তুতকারক সংস্থা ডুসাল এভিয়েশন। বিপুল গোলাবারুদ ধারণ ক্ষমতার সক্ষমতা থাকা রেফেয়েলকে বলা হয় আধুনিক সময়ে অন্যতম সেরা ফাইটার বিমান। আফগানিস্তান, লিবিয়া,মালি,সিরিয়া, ইরাকসহ বেশ কিছু দেশে সাম্প্রতিক যুদ্ধে এ বিমান ব্যবহার করা হয়। ৮ বছরের দীর্ঘ চেষ্টার পর ৪ জুলাই,১৯৮৬ সালে প্রথম এ যুদ্ধ বিমান ওঠানো হয়। ৩ হাজার ৭শ কিলোমিটার এলাকাজুড়ে ঘন্টায় প্রায় ২ হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে এ বিমান। এর সর্বোচ্চ গতি রেকর্ড করা হয় ১ হাজার ৯শ ১২ কিলোমিটার।

মিশর, ভারত, কাতার, ক্রোয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত রেফেয়েলের অন্যতম ক্রেতা।     

 

 

Link copied!