শীঘ্রই আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে কাবুল বিমানবন্দরে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২১, ০৮:২১ পিএম

শীঘ্রই  আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে  কাবুল বিমানবন্দরে

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে মেরামত করেছে কাতারের একটি বিশেষজ্ঞ দল। ফলে আফগানিস্তানে আবারো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট শুরুর আশা করছেন সংশ্লিষ্টরা। ফলে দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম আবারো শুরু হবে ধারণা করা হচ্ছে।

কাতারের রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্য আল জাজিরা জানিয়েছে, কাবুল বিমানবন্দরের রানওয়ে মেরামত করা হয়েছে। ইতেমধ্যে মাজার-ই-শরিফ ও কান্দাহারে দুটো অভ্যন্তরীণ ফ্লাইট চলেছে কাবুল বিমানবন্দর থেকে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি বলেছেন, আমরা তুরস্ক ও তালেবানের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি যাতে করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে শিঘ্রই কাবুল  বিমানবন্দরকে কর্মক্ষম করে তোলা যায়।

স্থানীয় সাংবাদিক সুমাইরা খান, মাজার-ই-শরিফের উদ্দেশে রওনা হওয়া প্রথম ফ্লাইটের একটি ভিডিও তার টুইটার একাউন্টে পোস্ট করেছেন।

উল্লেখ্য, এর আগে গত ৩১ আগস্ট কাবুল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

 

 

Link copied!