হঠাৎ করেই কমলো ফেসবুকে ফলোয়ারের সংখ্যা, উদ্বিগ্ন ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১২, ২০২২, ০৫:১৮ পিএম

হঠাৎ করেই কমলো ফেসবুকে ফলোয়ারের সংখ্যা, উদ্বিগ্ন ব্যবহারকারীরা

বড় ধরনের সমস্যার মুখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এর ব্যবহারকারীদের ফলোয়ারের সংখ্যা হঠাৎ করেই কমে গেছে। বাদ যায়নি ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা সিইও মার্ক জাকারবার্গও। তাঁর ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯৭ জনে।

মার্ক জাকারবার্গের দেশ খোদ আমেরিকাও এই সমস্যার বাইরে নয়। দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম তাদের ফেসবুক ফলোয়ারের সংখ্যায় ব্যাপক পতন লক্ষ্য করেছে।

নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ইউএসএ টুডে, নিউইয়র্ক পোস্টের মত বড় বড় সংবাদসংস্থার ফেসবুক পেইজের ফলোয়ার কমে গেছে। তথ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম ক্রাউডট্যাঙ্গল জানিয়েছে, গত ৩ ও ৪ অক্টোবর দ্রুত ফলোয়ার কমে গেছে মাধ্যমগুলোর।

এর মধ্যে ইউএসএ টুডে সবচেয়ে বড় পতনের শিকার হয়েছে। সোমবার ১৩ হাজার ৭২৩ এবং এবং মঙ্গলবার ১১ হাজার ৩৯২ ফলোয়ার পতন হয়েছেন মাধ্যমটির।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক বাগ (ত্রুটি) ব্যবহারকারীদের ফলোয়ারের সংখ্যা কমিয়ে দিয়েছে।

মঙ্গলবার রাতে ফেসবুকে ফলোয়ার চুরির এই ঘটনা ঘটেছে। বুধবার সকালে অনেকেই ঘুম থেকে উঠে দেখেন তাদের বিপুল সংখ্যক ফলোয়ার নাই হয়ে গেছে। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

ফেসবুকেই লিখেছেন তাদের অভিযোগের কথা। এই তালিকায় আছেন বিভিন্ন শ্রেণী পেশার সেলিব্রেটিরা।

তবে এ নিয়ে নানা হাস্যরসাত্মক পোস্টও দিচ্ছেন অনেকে। তেমনি একটি পোস্ট হলো মার্ক জাকারবার্গ ও শিল্পী তাশরীফ খানকে নিয়ে। ফেসবুকে ফলোয়ার কমে যাওয়ায় এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, মার্ক জাকারবার্গের চেয়ে তাশরীফ খানের ফলোয়ার বেশি।

তবে ফলোয়ার কমে যাওয়ার ব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Link copied!