মিয়ানমার: নাগরিকদের দ্রুত মিয়ানমার ছাড়ার পরামর্শ যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৩, ২০২১, ০১:৫৪ এএম

মিয়ানমার: নাগরিকদের দ্রুত মিয়ানমার ছাড়ার পরামর্শ যুক্তরাজ্যের

মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতায়, ব্রিটেনের নাগরিকদের দ্রুত মিয়ানমার ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। 

শুক্রবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রণায় জরুরি এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ কওে বলেছে, ‘মিয়ানমারে রাজনৈতিক উত্তেজনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর থেকেই বাড়ছে সহিংসতার মাত্রা। তাই মিয়ানমারে থাকা ব্রিটিশ নাগরিকদের দ্রুত মিয়ানমার ছাড়ার পরামর্শ দিচ্ছে ব্রিটেন।

এদিকে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত থমাস অ্যান্ড্রু জেভোর মানবাধিকার কাউন্সিলে বলেছেন, ‘মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা ধরে রাখতে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। জান্তা সরকারের প্রধান মিন অং হ্লিয়াংসহ উচ্চপদস্থদের সরাসরি নির্দেশে নিরীহ নাগরিকদের নির্বিচারে হত্যা, গুম ও মারধর চালানো হচ্ছে।’  অ্যান্ড্র্রু জাতিসংঘ সদস্য দেশগুলোকে জান্তা সরকারকে অর্থ সহায়তা প্রদান ও অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানান। 

বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১২জন প্রাণ হারান। গত এক সপ্তাহ যাবত রাতভর ধর-পাকড় ও নিধনযজ্ঞ সত্ত্বেও শুক্রবার আবারো সামরিক শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে মিয়ানমারের ছাত্র-জনতা।

 

বৃহস্পতিবারের বিক্ষোভে প্রাণ হারানো চিতন মিন থু এর স্ত্রী আয়ে মিন থু রয়টার্সকে বলেন, ‘আমি আমার সন্তানের জন্য এই পরিস্থিতিতে রাস্তায় নেমে এসেছি। এর জন্যই সে প্রাণ দিয়েছিলো। সে উদ্বিগ্ন ছিলো, যদি মানুষ রাস্তায় না নেমে আসে তবে এই দেশে গণতন্ত্র ফিরবে না।’

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রণায় জরুরি বিবৃতিতে জানান, সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত বিক্ষোভে ৮০জন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে বেশিরভাগের বয়স ২৫’এর কম। আহত হয়েছেন শত শত। গ্রেপ্তার হয়েছেন ২ হাজারেরও বেশি।

 

সূত্র: রয়টার্স।

 

 

 

Link copied!