মৃণাল হয়ে এলেন চঞ্চল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৩, ১০:৩২ পিএম

মৃণাল হয়ে এলেন চঞ্চল

গত বছর বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি। চলছে তারই কাজ। এত বড় চরিত্র রূপায়নের জন্য নিজেকে প্রতিনিয়ত তৈরি করছেন চঞ্চল চৌধুরী। কিছুদিন আগে বের হলো পোস্টার। মৃণাল সেনের জীবন ও সময়ের গল্প দিয়ে অনুপ্রাণিত 'পদাতিক' সিনেমায় মৃণাল সেনের চরিত্রায়নে চঞ্চলকে দেখতে কেমন লাগবে তা এবার প্রকাশ হলো নেট দুনিয়ায়। 

মৃণাল সেনের চেহারার সাথে চঞ্চল চৌধুরীর দারুণ মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। অনেকেই বলছেন তরুণ ও বৃদ্ধ বয়সের লুকে অভিনেতা চঞ্চলকে দেখতে লাগছে হুবহু মৃণাল সেনের মতোই।

মৃণাল সেনের চরিত্রের জন্য চঞ্চল চৌধুরীর মোট ছয়টি লুক তৈরি করা হয়েছে। রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের জাদু আর প্রস্থেটিক মেকআপের সাহায্যে মৃণাল সেন হয়ে উঠেছেন চঞ্চল চৌধুরী।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে ‘পদাতিক’ ছবির প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে চরিত্রগুলোর ফার্স্ট লুক প্রকাশ করে। মুহূর্তেই আলোড়ন তোলে ছবিগুলো।

‘আয়নাবাজি’র নির্মাতা অমিতাভ রেজা চঞ্চলের ফার্স্টলুক শেয়ার করে ফেসবুকে লিখেন, ‘আমার প্রিয় মানুষটার চরিত্র করবে এবার আমার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। লাভ। সুন্দর করে কইরেন ভাই।’

‘হাওয়া’র সিনেমার ফেসবুক পেজে মৃণাল রূপে চঞ্চলের ফার্স্ট লুক শেয়ার করে লেখা হয়, ‘বরেন্দ্র চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের রূপে আমাদের চঞ্চল চৌধুরী।’

মৃণাল সেনের যুবক বয়সের লুকে দেখা যাবে অভিনেতা কোরক সামন্তকে।

সৃজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চঞ্চলের সঙ্গে মৃণাল সেনের মুখের মিল রয়েছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারাল এবং সজাগ। তাছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তাঁর যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।’

মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে ওপার বাংলার মনামী ঘোষকে। আর মৃণালপুত্র কুনাল সেনের চরিত্রে দেখা যাবে অভিনেতা সম্রাট চক্রবর্তীকে।

আগামী ১৪ মে মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী। ধুমধাম করে পালন করা হবে মৃণাল সেনের জন্মশত বর্ষ। ওই দিন বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে বিশেষ শ্রদ্ধা জানাতেই ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এছাড়াও, মৃণাল সেনকে নিয়ে আরও দুটি ছবি নির্মাণ করছেন পশ্চিম বাংলার জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও  অঞ্জন দত্ত। তাঁদের ছবি দুটোর নাম যথাক্রমে ‘পালান’ ও ‘খারিজ’।

 

Link copied!