যুদ্ধে নতুনত্ব আনতে রুশ কমান্ডার বদল

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৩, ০৪:২৮ পিএম

যুদ্ধে নতুনত্ব আনতে রুশ কমান্ডার বদল

১১ মাস ধরে চলা যুদ্ধে জয় পেতে কত কিছু করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে সময় যত যাচ্ছে পশ্চিমা অস্ত্র সহায়তা পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে ইউক্রেন সৈন্যরা। এ অবস্থায় পুতিন আবারও পরিবর্তন আনলেন রুশ সেনাবাহিনীতে। নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে।

বুধবার (১১ জানুয়ারি) নতুন কমান্ডার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, বর্তমানে রাশিয়ার সেনাবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো, ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর ‘শীর্ষ কমান্ডার’। সেনাবাহিনীর বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য কমান্ডার পরিবর্তন করা হয়েছে। রুশ বাহিনীর ব্যবস্থাপনার কার্যকারিতা ও মান বাড়াতে এই পদক্ষেপ।

অবশ্য ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেনে মস্কোর সামরিক বাহিনীর ধারাবাহিক ব্যর্থতার প্রতিফলনই হলো নতুন কমান্ডার নিয়োগ।

বেশ ঘটা করে গত অক্টোবরে ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয় ‘কসাই’খ্যাত জেনারেল সের্গেই সুরোভিকিনকে। পরবর্তীতে কেন্দ্রীয় কমান্ডের নির্দেশ অমান্য করে ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালানোর অভিযোগে রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখোমুখি হন তিনি। সুরোভিকিন দায়িত্ব পাওয়ার পরপরই ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা চালায় রুশ সৈন্যরা। জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়ে অন্ধকারে নিমজ্জিত হয় ইউক্রেনের অধিকাংশ এলাকা। 

Link copied!