রমজানেই ইরান-সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৭, ২০২৩, ০৮:৩১ পিএম

রমজানেই ইরান-সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরান-সৌদি আরবের মধ্যে হওয়া যুগান্তকারী দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি বাস্তবায়নে চীনের মধ্যস্থতায় দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করতে রাজি হয়েছেন। জানা গেছে রোজার মধ্যেই চুক্তি বাস্তবায়ন করতে এ সাক্ষাৎ আয়োজন করা হবে।

সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফা ফোনালাপে এই সিদ্ধান্ত নেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

এসপিএর প্রতিবেদনে বলা হয়, ওই ফোনালাপে চীনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আলোকে বেশকিছু কমন ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় এই দুই মন্ত্রী রমজান মাস চলাকালে নিজেদের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের ব্যাপারে একমত হন।

যদিও ওই প্রতিবেদনে বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে বা ঠিক কবে অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি।

সৌদি কর্মকর্তারা বলেছেন, এই বৈঠকটিকে সম্পর্ক পুনঃস্থাপনের পরবর্তী পদক্ষেপ। 

২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদি সরকার রাষ্ট্রদ্রোহিতার দায়ে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা নিমর আল-নিমরের শিরোচ্ছেদ করলে ইরানে বড় আকারে বিক্ষোভ দেখা দেয়। তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে ২ দেশের সম্পর্কে তলানিতে ঠেকে।

ইরান ও সৌদি আরবের সুসম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

Link copied!