ইউক্রেনে রুশ হামলা, দাম বাড়ছে তেল ও গ্যাসের

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৫:০৮ পিএম

ইউক্রেনে রুশ হামলা,  দাম বাড়ছে তেল ও গ্যাসের

ইউক্রেনে রুশ হামলার কারণে বিশ্বের তেল ও গ্যাসের বাজারে ব্যাপক প্রভাব পড়তে যাচ্ছে। কয়েক ঘন্টার ব্যবধানে তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাড়িয়েছে ১শ মার্কিন ডলার। সর্বোচ্চ ১০৩ মার্কিন ডলার পর্যন্ত প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার শেয়ারবাজারের ধ্বস নেমেছে। হামলার সম্ভাব্য প্রভাব বিবেচনায় নগদ অর্থ বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার দিকে ঝুকছেন বিনিয়োগকারীরা। এর কারণে স্বর্ণের দাম বাড়ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানীকারক দেশ রাশিয়া। গ্যাস রপ্তানীকারক দেশের তালিকায় রাশিয়ার অবস্থান বিশ্বে প্রথম। তেলের বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান র‌্যাক জানিয়েছেন, রাশিয়ার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্যের পেট্রোলের দামও বাড়বে। যদিও যুক্তরাজ্য তার মোট তেলের ৬ শতাংশ এবং গ্যাসের ৫ শতাংশ রাশিয়া থেকে আমদানী করে। তবে রাশিয়ার উপর অব্যাহত অবরোধের কারণে বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে বলে মনে করেন গবেষকরা। 

ইউক্রেনে রুশ মিসাইল হামলা

Link copied!