জেলেনস্কিকে সরিয়ে যাকে ক্ষমতায় বসাতে চায় ক্রেমলিন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২২, ০২:৪৪ এএম

জেলেনস্কিকে সরিয়ে যাকে ক্ষমতায় বসাতে চায় ক্রেমলিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দেশটির সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচকে ক্ষমতায় অঅনতে চায় রাশিয়া। ইউক্রেনের গণমাধ্যম প্রাভাডা নিউজের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ বর্তমানে রাশিয়ার ঘনিষ্ট মিত্র দেশ হিসেবে পরিচিত বেলারুশের রাজধানী মিনস্কে অবস্থান করছেন। জেলেনস্কির জায়গায় ইউক্রেনের নতুন নেতা হিসেবে ঘোষণা দিতে চায় পুতিন সরকার।

ভিক্টর ইয়ানোকোভিচ ২০১৩-১৪ সালে আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর ২০১৪ সালে তিনি রাশিয়ায় পালিয়ে যান। 

বিবিসি জানিয়েছে, রাশিয়া এখন মিডিয়া অপারেশন বা প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছে যেন ইয়ানোকোভিচ ইউক্রেনে ফিরে আসতে পারেন। রাশিয়া ইয়ানোকোভিচের একটি বার্তা ইউক্রেনের মানুষদের কাছে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে বলেও বিবিসি জানায়।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ সরকার জানিয়েছিল, রুশপন্থি কোনো নেতাকে ইউক্রেনের ক্ষমতার মসনদে বসানোর পরিকল্পনা করছে মস্কো। 

Link copied!