বিভেদের দেয়াল ভেঙে ইউরোপকে ঐক্যবদ্ধ রাখুন: জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ০৯:৫১ এএম

বিভেদের দেয়াল ভেঙে ইউরোপকে ঐক্যবদ্ধ রাখুন: জেলেনস্কি

বিভেদের দেয়াল থাকলে তা ভেঙ্গে দিয়ে রাশিয়ার চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে পুরো ইউরোপের দেশগুলোকে এক ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেডিসডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার জার্মানির পার্লামেন্টে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেওয়া এক আবেগময় ভাষণে তিনি এ আহবান জানান।

 

মধ্য ইউরোপের স্বাধীনতা ও বন্ধনের মধ্যে একধরনের বিভেদের দেয়াল তৈরি হচ্ছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, “ইউক্রেনের মাটিতে রাশিয়ার ফেলা প্রতিটি বোমার মাধ্যমে ধীরে ধীরে এই দেয়াল আরও বিস্তৃত হচ্ছে। রাশিয়ার তৈরি এই ‘নতুন দেয়াল’ ভেঙে ফেলতে হবে।”

ইউক্রেনিয় নেতা আরও বলেন, ‘এটা নতুন কোনো বার্লিন দেয়াল নয়। এ দেয়াল রাশিয়ার তৈরি বিভেদের ।” এসময় তিনি ইউক্রেনের বৃহত্তর সংহতি রক্ষায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন।

জার্মান চ্যান্সেলরকে জেলেনস্কি বলেন,  “প্রিয় শলৎজ, আপনি এই দেয়াল ভেঙে ফেলেন। বার্লিন দেয়াল নিয়ে ১৯৮৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের অনুরোধের সুর শোনা যায় জেলেনস্কির এই অনুরোধে।

 ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, “জার্মানির জন্য যে ধরনের নেতৃত্ব প্রয়োজন, আপনি সে ধরনের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি আশা করি।”

রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্কের সমালোচনাও করেন জেলেনস্কি। দীর্ঘদিন ধরে জ্বালানি ও বাণিজ্য খাতে রাশিয়ার সঙ্গে জার্মানির দৃঢ় বন্ধনের বিষয়টিও তুলে ধরেন তিনি। জেলেনস্কি বলেন, “আমরা আগেই বলেছিলাম, নর্ড স্ট্রিমের মাধ্যমে (গ্যাস পাইপলাইপ) যুদ্ধের জন্য রাশিয়ার একধরনের প্রস্তুতি ছিল।”

‘যুদ্ধের পেছনে আমরা যে কারণ খুঁজে পেয়েছি, সেটি পুরোপুরি অর্থনীতির সঙ্গে জড়িত।’ তিনি জোর দিয়ে তিনবার অর্থনীতির কথা বলেন। তিনি বলেন, অর্থনীতিই নতুন দেয়ালের রসদ।

জেলেনস্কি বলেন, চলমান যুদ্ধের কারণে ইউরোপের ভবিষ্যৎ এখন হুমকির মুখে। তিনি অভিযোগ করেন,  পশ্চিমা দেশগুলো পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে।

Link copied!