রাশিয়ার জন্য ইউক্রেন দখল খুব কঠিন হবে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২২, ০২:০৩ এএম

রাশিয়ার জন্য ইউক্রেন দখল খুব কঠিন হবে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেন দখল রাশিয়ার জন্য খুব কঠিন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। স্গথানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ব্রেকফাস্ট নামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইউক্রেনের বড় শহরগুলো দখলে নিতে ব্যাপক বাধা মোকাবিলা করতে হচ্ছে। এমতাবস্থায় রাশিয়া অনায়াসে ইউক্রেন দখল করতে পারবে কিনা-সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেন দখল রাশিয়ার জন্য সহজ হবে না।

ওই অনুষ্ঠানে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে দেশটির বেসামরিক নাগরিকেরাও যেকোনো উপায়ে রাশিয়ার বাহিনীকে প্রতিহত করবে বলে মনে হচ্ছে।” রাশিয়ার কৌশল হচ্ছে প্রধান শহরগুলোর কেন্দ্রস্থল ঘিরে রাখা এবং নির্বিচার বোমাবর্ষণ করা জানিয়ে তিনি আরও বলেন, “এরপর জনগণের প্রতিরোধ ভেঙে দিয়ে তা দখল করে নেওয়া। তবে ইউক্রেনের ভৌগোলিক আকার এবং এর ৪ কোটি ৪০ লাখের বেশি জনসংখ্যা রাশিয়ার কাজকে কঠিন করে তুলেছে।”

রাশিয়ার চেচনিয়ার অভিজ্ঞতা, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন ও ইরাকে পশ্চিমা বাহিনীর অভিজ্ঞতা উল্লেখ করে বেন ওয়ালেস বলেন, “এ রকম পরিস্থিতিতে নিহতের সংখ্যা অনেক বেড়ে যায়।”

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ ব্যাপক সেনা সমাবেশ করে একটি দেশ আক্রমণ করা এক জিনিস, আর ৪ কোটি ৪০ লাখের একটি দেশ যারা তাদের (রাশিয়া) চায় না, তাদের অধীন করা আরেক জিনিস।’

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট- ন্যাটোর পক্ষ থেকে নো ফ্লাই জোন কার্যকর করার সম্ভাবনা নেই জানিয়ে বেন ওয়ালেস বলেন, “নো ফ্লাই জোন কার্যকর করতে গেলে রাশিয়া কর্তৃক সীমা লঙ্ঘনের ফলে সংঘর্ষের ঘটনা ঘটবে। এতে পুরো ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।”

Link copied!