ইউক্রেনের বন্দরনগর খেরসনে রাশিয়াবিরোধী বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার রুশ সেনাদের সামনেই এই বিক্ষোভ হয়। বিক্ষোভস্থলের আশপাশে সাঁজোয়া যানসহ রুশ সেনাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এখন পর্যন্ত ইউক্রেনের বড় শহরগুলোর মধ্যে খেরসনকে দখলে নিতে পেরেছেন রুশ সেনারা।
বিবিসির খবরে বলা হয়েছে, অন্তত দুই হাজার মানুষ শহরের আঞ্চলিক প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের ইউক্রেনের জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় সংগীত গাইতে দেখা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া লোকজন ‘রুশরা বাড়ি ফিরে যাও’ ও ‘খেরসন ইউক্রেনের’ বলে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রুশ সেনারা ফাঁকা গুলি ছুড়ছেন।
খেরসনের মেয়র ইগর কোলিখায়েভ অভিযোগ করেন, মানবিক সহায়তা নিয়ে আসা ট্রাকগুলোকে শহরে প্রবেশ করতে দিচ্ছেন না রুশ সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিক্ষোভে অংশ নেওয়া ইউক্রেনীয়দের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি তাঁদের নিয়ে গর্ব বোধ করছেন।