শেনঝু- ১২ নভোচারীরা প্রথমবার মহাশূন্যে হাঁটলেন

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৫, ২০২১, ০১:১৩ এএম

শেনঝু- ১২ নভোচারীরা প্রথমবার মহাশূন্যে হাঁটলেন

প্রথমবার চীনের শেনঝু-১২ মিশনের নভোচারীরা মহাকশে স্থাপিত দেশটির মহাকাশ স্টেশনের তিয়ানহে মডিউলের বাইরে প্রায় সাত ঘন্টা সফলভাবে হেঁটেছেন (পরিভ্রমণ) করেছেন।

রবিবার (৪ জুলাই)  ভোরে কয়েক ঘন্টা প্রস্তুতি নিয়ে মেজর জেনারেল লিউ বোমিং সকাল ৮ টা ১১ মিনিটে তিয়েনহে বা হারমনি অফ হ্যাভেনস নামের মহাকাশ স্টেশনের বাইরে পরিভ্রমণে যান। মডিউলটি সেসময় ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৯০ কিলোমিটার ঊর্দ্ধে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করছিল। সিনিয়র কর্নেল তাং হংবো সেসময় লিউকে সহায়তা করার জন্য সার্ভিস কেবিনে ছিলেন। পরে সকাল ১১:০২ টায় তিনিও তিয়ানহের বাইরে পা রাখেন।

মহাকাশচারীদের জন্য চীনের তৈরি অত্যাধুনিক পেশাক পরে তারা দুজন বিভিন্ন প্রযুক্তি- কারিগরি সরঞ্জাম ও প্যানোরামিক ক্যামেরা ইত্যাদি নিয়ে তিয়ানহের বাইরে যান এবং এসকল যন্ত্র সফলভাবে মডিউলটির বাইরের অংশে স্থাপন করেন। দুপুর ২ টা ৫৭ মিনিটে তাদের এই পরিভ্রমণ  শেষ হয়। যন্ত্রগুলো স্থাপন শেষে তাং ও লিউ নামের ওই দুই মহাকাশচারী  মডিউলটির ভিতরে ফিরে এসে হ্যাচটি বন্ধ করে দেয়।

মডিউলের বাইরে প্রায় ৭ ঘন্টা কাজের সময় মিশন কমান্ডার মেজর জেনারেল নিই হাইশেং তার সহকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য এবং  সামগ্রিক অপারেশন পর্যবেক্ষণ করার জন্য মডিউলটির ভিতরেই অবস্থান করেন। এই পুরো অপারেশনটি উত্তর-পশ্চিম বেইজিংয়ের ‘বেইজিং এরোস্পেস কন্ট্রোল সেন্টার’ এর নির্দেশনায় পরিচালিত ও নিয়ন্ত্রণ করা হয়েছে।

শেনঝু-১২ নামের একটি ক্যাপসুলে তিন নভোচারীকে নিয়ে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে পৃথিবীর কক্ষপথের দিকে রওনা হয় দীর্ঘকায় একটি মার্চ ২এফ নামের চীনা রকেট।

চীনা ভাষায় শেনঝু অর্থ হল ‘স্বর্গীয় তরী’। এর গন্তব্য স্পেস স্টেশনের তিয়ানহে মডিউল। ভূপৃষ্ঠ থেকে ৩৮০ কিলোমিটার উচ্চতায় ওই মডিউলে থেকেই স্পেস স্টেশন নির্মাণের কাজ এগিয়ে নেবেন তিন নভোচারী হাইশেং (৫৬), লিউ বোমিং (৫৪) ও তাং হংবো (৪৫)। সেখানে ভবিষ্যৎ স্পেস স্টেশনের ‘লিভিং কোয়ার্টার’ রয়েছে।

তিন নভোচারী তিয়ানহেতে তিন মাস অবস্থান করবেন। সেক্ষেত্রে তা হবে চীনের নভোচারী হিসেবে মহাকাশে দীর্ঘতম সময় অতিবাহিত করার রেকর্ড।

বেইজিং সময় বৃহস্পতিবার সকাল ৯টা ২২ মিনিটে চীনের উত্তরপশ্চিমের গানসু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে মহাকাশযানটি যাত্রা শুরু করে।

সূত্র: চায়না ডেইলি, রয়টার্স।

 

Link copied!