সংগীতশিল্পী তপন চৌধুরী করোনায় আক্রান্ত

বিনোদন প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২১, ০৮:১৬ পিএম

সংগীতশিল্পী তপন চৌধুরী করোনায় আক্রান্ত

করোনায় বাংলাদেশের শোবিজ অঙ্গনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বরেণ্য সংগীতশিল্পী তপন চৌধুরী। শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করালে গত ৯ এপ্রিল করোনা পজিটিভ আসে তার। বর্তমানে হোম আইসোলেশনে আছেন তিনি।

করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তপন চৌধুরী নিজেই নিশ্চিত করেছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা করাচ্ছেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘কানাডায় আমার পরিবার সকলেই চিন্তিত। আপাতত ভালো আছি। সবার কাছে দোয়া চাচ্ছি।’ সংগীতশিল্পী তপন চৌধুরী পরিবারসহ কানাডায় থাকলেও স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন। নিজে গান না গেলেও অনুষ্ঠানের অংশ হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, তপন চৌধুরী একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীতপরিচালক। তিনি সোল্‌স ব্যান্ডের সাবেক সদস্য। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।

তার অন্য জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যতবার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়’ ও ‘আমি দেবদাস হতে পারব না’ ইত্যাদি। তিনি প্রায় ৩০০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।

Link copied!