ইকবাল সন্দেহে এক যুবক আটক

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ১১:৪৩ পিএম

ইকবাল সন্দেহে এক যুবক আটক

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ও ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে তাকে কক্সবাজার থেকে আটক করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আটক যুবকের পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে সিসিটিভি’র ফুটেজ দেখে ইকবালকে শনাক্ত করা হয়। সিসিটিভি থেকে স্পষ্ট দেখা যায়, অভিযুক্ত ইকবাল হোসেন কীভাবে, কখন মসজিদে যান এবং বের হন। এরপর মণ্ডপের দিকে যান এবং মণ্ডপ থেকে গদা হাতে ফেরেন তা ফুটেজে অনেকটা স্পষ্ট।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন গত বুধবার (১৩ অক্টোবর) ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। তারই জের ধরে সারাদেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়।

Link copied!