ডিসেম্বর ২৪, ২০২১, ১০:১৭ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা ইস্যু নিয়ে অস্থির হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বিএনপির ১৫ জন আইনজীবী তার সঙ্গে দেখা করেছেন উল্লেখ করে বলেন, “বিষয়টি খতিয়ে দেখে আমার যে ব্যাখ্যা দেব, সেটি আপনারা শিগগিরই জানতে পারবেন। এটি নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।”
আইনমন্ত্রী আরও বলেন, “এই সরকার ১৯৯৬ সালে ইনডেমনিটি আইন বাতিল করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছে। এর থেকে বড় আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ আর কোনো সরকার নেয়নি।”
কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণ প্রসঙ্গে তিনি বলেন, “কক্সবাজারের ঘটনাটি শুনেছি। এই ঘটনার সুষ্ঠু বিচার হবে।”