ট্রলার ডুবির ঘটনায় মামলা দায়ের,উদ্ধার অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৬, ২০২২, ১১:০৮ পিএম

ট্রলার ডুবির ঘটনায় মামলা দায়ের,উদ্ধার অভিযান অব্যাহত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার(৫ জানয়ারি) রাতে ফতুল্লা মডেল থানায় তিন জনকে আসামি করে নৌ-নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য ওই মামলা করেন । ট্রলার ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মামলার আসামিরা হলেন- এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি মো. জসিম মোল্লা। এরই মধ্যে গতকাল চার জনকে আটক করেছে নৌ-পুলিশ। তাঁদের মধ্যে তিন জনের নামে মামলা হয়েছে। একজনকে ছেড়ে দেয় নৌ-পুলিশ।

এদিকে, ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার (৬ জানয়ারি) সকাল ৯টা থেকে ধলেশ্বরী নদীতে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরিদল। তবে বেলা ১২ টা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার এবং নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন নিখোঁজ হয়। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এক পরিবারের চারজন রয়েছে। তারা হলেন- জেসমিন, তামিম (৮), তাসলিমা (১৫) ও তাসফিয়া। নিখোঁজ হওয়া অন্যরা হলেন-মোতালিব, আব্দুল্লাহ, আওলাদ, শওকত ও খবির।

Link copied!