দুই গারো কিশোরী ধর্ষণ: ৫ জনের দুই দিনের রিমান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২২, ০৪:৩০ এএম

দুই গারো কিশোরী ধর্ষণ: ৫ জনের দুই দিনের রিমান্ড

ময়মনসিংহ জেলার গারো সম্প্রদায়ের স্কুল পড়ুয়া দুই কিশোরীকে গণধর্ষণ মামলার ৫ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের-৪ এর বিচারক দেওয়ান মনিরুজ্জামান ওই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন, মিজানুর রহমান (২২), শরীফ মিয়া (২০), আব্দুল হামিদ (১৯), রুকন মিয়া (২১), মিয়া হোসেন (২০)।

এর আগে, শুত্রবার (৭ জানুয়ারি) দিনগত মধ্যরাতে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে রিয়াদকে এবং ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে অপর পাঁচজনকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়নের একটি গ্রামে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে।

ধর্ষণের পর এ বিষয়ে কাউকে কিছু জানালে হত্যার হুমকি দেয় আসামিরা। তাই ভুক্তভোগী এবং তাদের পরিবার পুলিশের কাছে যায়নি। পরে  পুলিশ খবর পেয়ে কিশোরীদের বাড়িতে গেলে ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় নির্যাতিতা এক কিশোরীর বাবা মামলা করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, হত্যার হুমকি পেয়ে পরিবার চুপ থাকায় দুই কিশোরী আত্মহত্যার চেষ্টা করে। এতে বিষয়টি জানাজানি হলে পুলিশ দুই কিশোরীর বাড়িতে গিয়ে খোঁজ নেয়।

৩০ ডিসেম্বর এক কিশোরীর বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য কচুয়াকুড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে সোলায়মান হোসেন রিয়াদকে মূল আসামি করে মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করে।

Link copied!