ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২২, ০২:৪২ এএম

ধলেশ্বরীতে ট্রলারডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ট্রলারসহ আরও ছয়জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

রবিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেসমিন ও তার মেয়ে তাসনিম, কলেজ ছাত্র সাব্বির ও জোসনা বেগম নামে এক নারীর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর বিকেলে আওলাদ হোসেন ও মোতালেব নামের দুইজনের মরদেহ ভেসে উঠে।

এর আগে রবিবার সকালে পাঁচ দিনের মাথায় নারী, শিশুসহ চারজনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে ডুবুরিরা।

এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন ৪ জন। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে বলে গণমাধ্যেমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লা আল আরেফিন।

এদিকে, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস গণমাধ্যমে বলেন, “যেখানে ট্রলার ডুবেছে, সেখান থেকে কিছুটা দূরে দুইটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” জেলা ও উপজেলা প্রশাসন থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে টাকা দেয়া হয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হন। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ ছিল।

Link copied!