নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: নিহত ৪৮ জনের পরিচয় শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২১, ১১:১৮ পিএম

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: নিহত ৪৮ জনের পরিচয় শনাক্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪৮ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক শাখা। ডিএনএ পরীক্ষার ফলাফল অনুযায়ী আগামী সপ্তাহে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

রবিবার (১ আগস্ট) সিআইডির ফরেনসিক শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

সিআইডির ফরেনসিক শাখার ওই কর্মকর্তা জানান, নিহত ৪৮ টি লাশের পরিচয় শনাক্ত করার জন্য ৬৬ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ পরীক্ষা ফলে অধিকাংশ লাশেরই পরিচয় শনাক্ত করা গেছে।

এ বিষয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা লাশের পরিচয় শনাক্ত করতে পেরেছি। কোনটা কার লাশ আশা করছি পরিচয়সহ প্রতিবেদন আগামী সপ্তাহের মধ্যে জমা দিতে পারবো।’

এর আগে গত ৮ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ভুলতা কর্ণগোপ এলাকার  হাশেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানার ৭ তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যু হয়। নিহত তিন ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়ায় তখনই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। বাকি লাশগুলো আগুনে এতটাই পুড়ে যায় যে দেখে চেনা বা শনাক্ত করার উপায় ছিল না। পরিচয় শনাক্ত না হওয়া লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Link copied!