বান্দরবানে অস্ত্র-গোলাসহ ৪ রোহিঙ্গা আটক

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২২, ১২:০০ পিএম

বান্দরবানে অস্ত্র-গোলাসহ ৪ রোহিঙ্গা আটক

বান্দরবান থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১৫ এর একটি দল।

আটককৃতরা হলেন, মোহাম্মদ নূর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩), মো. খাইরুল আমিন (১৯)। তারা সবাই কক্সবাজার উখিয়া কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৪ জনকে আটক করা হয়। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!