রাজধানীতে আবারও কেমিক্যালের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১১, ২০২১, ০৫:০০ পিএম

রাজধানীতে আবারও কেমিক্যালের দোকানে আগুন

রাজধানীর পুরান ঢাকায় আবারও কেমিক্যালের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১১ অক্টোবর) সকাল সোয়া ৯ টার দিকে বংশালের একটি কেমিক্যালের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষেল ডিউটি অফিসার রাসেল শিকদার দ্য রিপোর্ট ডট লাইভকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সকাল সোয়া  ৯টার দিকে  ২নং আরমানিটোলা বংশাল মাঠের পাশে একটি কেমিক্যাল দোকানে আগুন লেগেছে বলে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেল। তবে কেমিক্যালের দোকান হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি বলেও তিনি জানান।

এর আগে, চলতি বছরের গত ২২ এপ্রিল দিনগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানশনেরে নীচতলায় আগুন লাগে। এতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। এছাড়া আরও ২১ জন বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি হন।

এরও আগে, ২০১০ সালে পুরনো ঢাকার নিমতলীতে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ পুড়ে নিহত হয়।

নীমতলী ট্রাজেডির পর সরকারের তরফ থেকে টাস্কফোর্স গঠন, অঙ্গিকার ও পরিকল্পনা নেওয়া হয়। রাজধানী থেকে রাসায়নিকের গুদাম-কারখানা সরিয়ে নিতে গঠিত হয় দুটি কমিটি। সেই কমিটি কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে জায়গা ঠিক করার সুপারিশসহ উচ্চ মাত্রার বিপজ্জনক ৫ শতাধিক রাসায়নিকের তালিকা করে প্রতিবেদন দেয় শিল্প মন্ত্রণালয়ে। বাস্তবায়ন হয়নি তার।

Link copied!