সালমান খানের অজানা তথ্য

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২২, ০৩:৩৮ পিএম

সালমান খানের অজানা তথ্য

বলিউডের অন্যতম সফল অভিনেতা ভাইজান সালমান খান। দীর্ঘদিন ধরে অভিনয় জগতে তাঁর রাজত্ব। কিন্তু অভিনেতা নয় বরং লেখক হতে চেয়েছিলেন সালমান খান। আজ তাঁর ৫৭তম জন্মদিন। চলুন জেনে নেওয়া যাক সালমান খানের কিছু জানা অজানা তথ্য।

বলিউডে সালমান খানের একাধিক প্রেমিকা রয়েছে।

ঐশ্বরিয়া রাই বচ্চন, সংগীতা বিজলানি, ক্যাটরিনা, সোনাক্ষি, ডেইজি, জারিন, জ্যাকুলিনকে সালমানসহ অনেকেই আছেন তাঁর প্রেমিকার তালিকায়।



সালমান খানের অনেক শখের একটি জিনিস সাবান। তিনি বিভিন্ন রকমের সাবান জমাতে পছন্দ করে৷

ইতিমধ্যেই তাঁর সংগ্রহে রয়েছে কয়েকশো বাহারি সাবান। তাঁর নিজের বাড়ির বাথরুম বা সাজঘর এমন নানাবিধ সাবানের একটা ছোটখাট মিউজিয়াম হয়ে উঠেছে। যেখানে রয়েছে বিভিন্ন দেশ থেকে আনা বিভিন্ন রকমের সুগন্ধী সোপ বার।

অনেকেই হয়তো জানেন না, ম্যায়নে পেয়ার কিয়া সিনেমার আগেও সালমান খান প্রথম ক্যামেরার সামনে এসেছিলেন বিবি হো তো অ্যায়সি ছবির মধ্যে দিয়ে, ১৯৮৮ সালে। ক্যারিয়ারের শুরুতে তাঁকে বেশ স্ট্রাগল করতে হয়েছিল। কিন্তু স্ট্রাগল করার দিনগুলোয় তিনি কখনও বাবার নাম ব্যবহার করতেন না। ছবিতে কাজ করার আগে অডিশন দিতেন। এবং নিজের যোগ্যতায় কাজ পাওয়ার চেষ্টা করতেন।

১৯৯১ সালে মুক্তি পায় 'সাজান'। সে সময় তিনি ছিলেন ভীষন রকমের রোগা। সালমান খান বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকেন, সেই সময়ে তিনি দিনে ৩৫টি করে রুটি খেতেন।



ছবি আঁকতে পছন্দ করেন সালমান খান। তারকা বন্ধুদের ছবি একে উপহার দিতে পছন্দ করেন তিনি।

সালমান খানের জীবনে প্রথম আয় ছিল ৭৫ টাকা। এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছিলেন, তাজ নামের হোটেলে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাচতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তাকে ৭৫ টাকা দেওয়া হয়, এটিই ছিল ভাইজানের প্রথম আয়।  

বর্তমানে সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় তিন হাজার ১৮৩ কোটি রুপি।

তাঁর সম্পত্তির কথা বললে সবার আগে চোখের সামনে ভেসে ওঠে মুম্বাইয়ের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'-এর ছবি। সাধারণত এই বাড়ির সামনেই ভিড় করে থাকেন 'ভাইজান'-এর অনুরাগীরা। বিলাসবহুল এ বাড়ির মূল্য ১০০ কোটি রুপি। তাঁর মাসিক আয় আনুমানিক ১৬ কোটি রুপি।

Link copied!