সেনা কর্মকর্তাদের রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ পাকিস্তান সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৫, ২০২২, ১১:৩৬ পিএম

সেনা কর্মকর্তাদের রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ পাকিস্তান সেনাপ্রধানের

পাকিস্তানের সামরিক বাহিনীর কর্মকর্তাদের রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন চিফ অব স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া। সেনাবাহিনীর কমান্ডার ও শীর্ষ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে যুক্তদের উদ্দেশে এ নিয়ে পৃথক একটি নির্দেশনা জারি করেছেন তিনি। সোমবার জিও টিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেনা কর্মকর্তাদেরকে রাজনীতিবিদদের সঙ্গে আলাপ-আলোচনাও বন্ধ রাখার আহ্বান জানান পাকিস্তানের সেনাপ্রধান।

সামরিক বাহিনীর বিরুদ্ধে ইমরান খানের পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রচারণার প্রেক্ষাপটে এই নির্দেশনা দেওয়া হলো। দলটির অভিযোগ, পিটিআইকে প্রতিকূল অবস্থায় ফেলতে পাঞ্জাবের আসন্ন উপনির্বাচন প্রভাবিত করতে রাজনৈতিক ‘ইঞ্জিনিয়ারিংয়ে’ জড়িয়েছেন কিছু আইএসআই কর্মকর্তা।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও পিটিআই নেতা ডা. ইয়াসমিন রাশিদ সম্প্রতি এই আইএসআই কর্মকর্তার নাম উল্লেখ করেছেন। ডা. রাশিদের আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআইয়ের ডেপুটি চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি বলেছেন, পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে পিটিআইয়ের বিরুদ্ধে অদৃশ্য শক্তি কাজ করছে।

এ ছাড়াও সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করে বলেন, তাঁর কিছু কিছু প্রার্থী অচেনা ফোন নম্বর থেকে কল পাচ্ছেন।

তবে প্রতিরক্ষা সূত্রগুলো জোর দিয়ে বলছে, নিরাপত্তা প্রতিষ্ঠানের দুর্নাম করার চেয়ে পিটিআইয়ের উচিত প্রমাণ হাজির করা। যদি সামান্য প্রমাণও দেওয়া হয়, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!