স্বামী-স্ত্রীসহ এক পরিবারের ৩ জন লড়ছেন চেয়ারম্যান পদে

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২২, ০৫:১১ পিএম

স্বামী-স্ত্রীসহ এক পরিবারের ৩ জন লড়ছেন চেয়ারম্যান পদে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিন সদস্য লড়ছেন। কুমিল্লার বুড়িচংয়ে আসন্ন উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদে এ ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান শাহ কামাল  তার স্ত্রী আমেনা খাতুন ও শাহ কামালের বোনের স্বামী শহীদ উল্লাহ মিয়াজি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন একই পদে।

শনিবার (১৫ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন অফিস।

এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে। যাচাই-বাছাই শেষে ১৩ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন কমিশন।

এ বিষয়ে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী শাহ কামাল গণমাধ্যমে বলেন, “ভোট করার জন্যই তিনি এবং তার পরিবারের সদস্যরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। তারা আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

এদিকে গত ১২ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৫৮৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৯৯ জন ও সাধারণ সদস্য পদে ৪০৩ জন রিটার্নিং কর্মকর্তা বরাবরে তাদের মনোনয়নপত্র জমা দেন।

প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।নির্বাচনি তফসিল অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৫ জানুয়ারি। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ জানুয়ারি।

Link copied!