হাসপাতালে আগুন, শ্বাস রোধ হয়ে মালিক ডাক্তারসহ ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৩, ০৯:০৭ পিএম

হাসপাতালে আগুন, শ্বাস রোধ হয়ে মালিক ডাক্তারসহ ৫ জনের মৃত্যু

ভারতের ঝাড়খণ্ডে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে দুই চিকিৎসকসহ পাঁচ জন মারা গেছেন।গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে প্রাদেশিক রাজধানী রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধনবাদের ব্যাংক মোড় এলাকার ওই হাসপাতালে আগুন লাগে।

আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধনবাদের ওই হাসপাতালের গেস্টরুমে প্রথমে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে দুই চিকিৎসকসহ  ৫ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মৃতরা হলেন-হাসপাতালের প্রধান চিকিৎসক বিকাশ হাজরা তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা, সেবিকা তারা দেবী ও সোহান খানারি। অন্যজনের পরিচয় পাওয়া য়াযনি।

ধনবাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট প্রেম কুমার তিওয়ারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গেস্টরুমে আগুন লাগলে শ্বাস রোধ হয়ে দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও একজন আহত হয়েছেন। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। অন্যদিকে, ধনবাদের ডিএসপি অরবিন্দ কুমার বিনহা জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আগুন লাগার সময় চিকিৎসক বিকাশ হাজরা এবং অন্যরা ঘরে ঘুমিয়ে ছিলেন। আগুনের কারণে ঘর ধোঁয়ায় ভরে যায়। যার জেরেই মৃত্যু হয় সকলের।

Link copied!