৯৫ বছর বয়সে মারা গেলেন হলিউড অভিনেত্রী জিনা লোলোব্রিজিয়া

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৩, ০৪:৪০ এএম

৯৫ বছর বয়সে মারা গেলেন হলিউড অভিনেত্রী জিনা লোলোব্রিজিয়া

হলিউডের কিংবদন্তী অভিনেত্রী জিনা লোলোব্রিজিয়া আর নেই।মঙ্গলবার ৯৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই ইতালিয়ান সুন্দরী। মঙ্গলবার জিনার এজেন্ট পলা কোমিন গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে কী ভাবে জীবনাবসান হল তাঁর, সে সম্পর্কে বিশদ জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুযায়ি, গত সেপ্টেম্বর মাসে পড়ে গিয়েছিলেন লোলো। যার জেরে তাঁর থাইয়ের একটি হাড় ভেঙে যায়। এর জন্য সার্জারি করাতে হয়েছিল অভিনেত্রীকে। এরপর নাকি দ্রুত হাঁটতেও শুরু করেছিলেন পলা। এদিন তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিশ্ব। শোকপ্রকাশ করেছেন অনেক সেলেবরাও।

হলিউডের স্বর্ণযুগেই সুপারস্টারের তকমা পেয়েছিলেন জিনা। অভিনয় দক্ষতা, রূপ এবং নায়িকাসুলভ আচরণে কোটি কোটি হৃদয় হরণ করেছিলেন লোলো। বোল্ড কায়দায় হয়ে উঠেছিলেন সেক্স সিম্বল। তাঁকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দরীও বলা হতো। তবে নিজেকে 'অভিনেতা' বলতে পছন্দ করতেন না কখনও। বরং গর্ব করে বলতেন, "আমি নায়িকা।"

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিয়ান সিনেমায় রেনেসাঁ আসে। সেই সময়েই কেরিয়ার শুরু করেছিলেন জিনা। ১৯৪৬ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবির নাম Lucia di Lammermoor। একই বছরে দ্য ওয়াইন অফ লাভ এবং ব্ল্যাক ইগল নামের আরও দু'টি ছবিতে অভিনয় করেছিলেন নায়িকা। এরপর একের পর এক ছবিতে কাজ করেছেন।

১৯৫৫ সালে জিনাকে দেখা যায় দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ওম্যান ছবিতে। এরপরেই তাঁকে বিশ্বসুন্দরীর তকমা দেন অনুরাগীরা। ওই ছবির হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। জিনা অভিনীত কাম সেপ্টেম্বর ছবি গোল্ডেন গ্লোব জিতেছিল। নায়িকার জীবনের উল্লেখযোগ্য কাজ ট্রাপিজ, বিট দ্য ডেভিল, বোনা সেরা মিসেস ক্যাম্পবেল।

হলিউডের পাশাপাশি ইতালিয় ছবিতেও দাপিয়ে কাজ করেছেন জিনা লোলোব্রিজিয়া। নিজের দেশের সেরা পরিচালকদের সনহর কাজ করেছেন। মারিও মোনেসিলি, লুইজি কোমেনসিনি, পিয়ারতো জার্মি, ভিত্তরিও দ্য সিকার মতো পরিচালকের ছবিতে দেখা গিয়েছে ‘সেক্স সিম্বল’ এই অভিনেত্রীকে।

Link copied!