ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'বুদ্ধিমান' ও 'জিনিয়াস' বলে আখ্যা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর: বিজনেস ইনসাইডার।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে প্রশংসা করে তিনি পুতিনকে 'বুদ্ধিমান' ও 'জিনিয়াস' বলে আখ্যায়িত করেন।
'ক্লে ট্র্যাভিস অ্যান্ড বাক সেক্সটন শো'তে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, “ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া রাশিয়ার বুদ্ধিদীপ্ত পদক্ষেপ।”
আরও পড়ুন: রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের একগুচ্ছ নিষেধাজ্ঞা
ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি গতকাল(মঙ্গলবার) টিভিতে দেখছিলাম, আমি বলেছিলাম এটি জিনিয়াস। ইউক্রেনের একটি বড় অংশকে পুতিন স্বাধীন ঘোষণা করেছে। ওহ, যা সত্যি চমৎকার। আমি বলি, এটা কত স্মার্ট? সে ভেতরে ঢুকতে যাচ্ছে এবং শান্তিরক্ষী হতে যাচ্ছে।”
সাক্ষাতকারে ট্রাম্প দাবি করেন, “রুশ প্রেসিডেন্ট এখন ইউক্রেন আক্রমণ করছেন, তিনি প্রেসিডেন্ট থাকাকালে নয়, কারণ প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল।”
আরও পড়ুন: ইউক্রেনে প্রবাসী বাংলাদেশিরা আছেন উৎকণ্ঠায়
ট্রাম্প বলেন, “আমি পুতিনকে ভালোভাবে চিনি। আমি তার সঙ্গে ভালো সময় কাটিয়েছি। তিনি আমাকে পছন্দ করেন। আমি তাকে পছন্দ করি।”
সাবেক এই প্রেসিডেন্ট বলেন, “আমি বলতে চাচ্ছি, তিনি একটি কঠিন মানুষ, অনেক দুর্দান্ত এবং অনেক গর্বিত। কিন্তু তিনি তার দেশকে যেভাবে ভালোবাসে, আপনি জানেন? তিনি তার দেশকে ভালোবাসে।”
গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া রিপাবলিকান দলের এই প্রার্থী বলেন, “যা ভুল হয়েছে তা একটি কারচুপির নির্বাচন এবং যা ভুল হয়েছে এমন একজন প্রার্থী যিনি সেখানে (প্রেসিডেন্ট) থাকা উচিত নয় এবং এমন একজন মানুষ, যার কোনও ধারণা নেই সে কী করছেন।”
আরও পড়ুন: পশ্চিমাদের পাত্তা না দিয়ে ইউক্রেনে রুশ হামলা শুরু
ট্রাম্প বলেন, “এই আক্রমণ আমাদের সঙ্গে কখনই ঘটত না- যদি আমি অফিসে (ক্ষমতায়) থাকতাম। এমনকি এটা ভাবা যায় না। এটা কখনই হতো না।”
ট্রাম্প আরও বলেন, “আমরা আমাদের দক্ষিণ সীমান্তে (মেক্সিকো সীমান্তে) এটি করতে পারি। এটি আমার দেখা সবচেয়ে শক্তিশালী শান্তিরক্ষা বাহিনী।