আবারো করোনা ভাইরাসের টিকার নিবন্ধনের বয়সসীমা কমালো সরকার। ১৮ বছর হলেই এখন যে কেউ টিকার জন্য আবেদন করতে পারবেন। বুধবার (২০ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তদরের মুখপাত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার নিবন্ধনে বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ১৮ বছর হলেই দেশের যেকোন নাগরিক সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে এই সুবিধা চালু করা হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
স্বাস্থ্য অধিদপ্তদরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক গণমাধ্যমকে জানান, ‘গতকাল (মঙ্গলবার ১৯ অক্টোবর) সন্ধ্যা থেকেই যাদের বয়স ১৮ বছর বা তার বেশি বয়েসীদের জন্য সুরক্ষা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে’। এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবে বলেও জানান তিনি।